হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস ও ভিডিও কল
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
গ্রুপ কল করার জন্য হোয়াটসঅ্যাপ এখন বেশ ভালো অপশন। মেটা মালিকানাধীন অ্যাপটিতে একই সঙ্গে ৩২ জন মিলে যোগ দেওয়া যায় গ্রুপ কলে। গ্রুপ কল শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো, গ্রুপ চ্যাট থেকে সরাসরি কল করা। প্রথমে গ্রুপ চ্যাট চালু করুন, এরপর উপরের ফোনের মতো দেখতে আইকনে চাপুন। এটি ওই গ্রুপে থেকে সবাইকে নিয়ে ভয়েস কল চালু করবে।
যাদের কল করতে চাইছেন সবাই একই গ্রুপে না থাকলে কী করবেন? সে উপায়ও আছে। ফোনে আইকনে চেপে তাদের মধ্যে প্রথমে একজনকে কল করুন। ওই ব্যক্তির সাথে কলে থাকা অবস্থায়, স্ক্রিনের উপরের ডান কোণা থেকে একটি মানুষের উপরে প্লাস চিহ্নের মতো দেখতে আইকনে চাপুন। এরপর ফোনে সেইভ করা কনটাক্ট তালিকা আসবে, সেখান থেকে যাকে যাকে কলে যোগ করতে চান যোগ করে ফেলুন। এরপর, স্ক্রিনের নিচে থেকে ‘অ্যাড টু কল’ অপশনে চাপলেই কাজ হয়ে যাবে। আপনার কাছে গ্রুপ কল আসলে ফোনে একটি নোটিফিকেশন আসবে। সেখান থেকে দেখে নেওয়া যাবে কলটিতে কে কে রয়েছে। এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কলটিতে যুক্ত হতে চান কিনা। নোটিফিকেশন মিস করে গেছেন, কিন্তু কল চলছে, এমন অবস্থায় ও হোয়াটসঅ্যাপ চালু করে ‘কলস’ ট্যাব থেকে যুক্ত হতে পারেন। আর আগে থেকে তৈরি গ্রুপের কল হলে, গ্রুপ চ্যাট চালু করুন। কল ইনফো স্ক্রিন থেকে ‘জয়েন’ অপশনে চেপে সহজেই যুক্ত হতে পারবেন। ভয়েস কলের মতোই, আগে থেকে তৈরি গ্রুপ চ্যাট-এর বেলায় কল করা সহজ। গ্রুপটি চালু করে ওপরের ডান কোণা থেকে ভিডিও কল বা অনেকটা ভিডিও ক্যামেরার মতো দেখতে আইকনে চাপুন। আসলেও কল করতে চান কিনা সেটি নিশ্চিত করতে বলবে হোয়াটসঅ্যাপ। ‘কল গ্রুপ’ অপশনে চেপে নিশ্চিত করুন ও অন্যদের যুক্ত হওয়ার অপেক্ষা করুন।
গ্রুপ কল ছাড়াও নতুন বছর উদযাপন করতে একগুচ্ছ ফিচার আনছে মেটার অধীন হোয়াটসঅ্যাপ। যার মধ্যে একটি ফিচার বেশ আকর্ষণীয়। এই ফিচারটি মেসেজের রিঅ্যাকশন ইমোজিতে আকর্ষণীয় অ্যানিমেশন যোগ করবে। হোয়াটসঅ্যাপ এই রিঅ্যাকশনের ইমোজিগুলোতে ফেস্টিভ থিমযুক্ত অ্যানিমেশন যোগ করেছে। এতে থাকবে পার্টি পপার, পার্টি ফেস এবং কনফেটি বলের মতো রঙিন অ্যানিমেশন, যা ব্যবহারকারীদের উৎসবের মুহূর্তকে আরও আকর্ষণীয় করে তুলবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা