২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জিমেইলে আসছে শিল্ডেড ই-মেইল সুবিধা

-

জিমেইলে ‘শিল্ডেড ই-মেইল’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা গোপন রাখার পাশাপাশি অনাকাক্সিক্ষত স্প্যাম ই-মেইল আসা থেকে রক্ষা করবে। শিল্ডেড ই-মেইল সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে কোনো ওয়েবসাইটে নিবন্ধন বা অনলাইন সেবা নেওয়ার সময় তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা গোপন রেখে বিকল্প ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন। এর ফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো স্প্যাম বার্তাগুলো বিকল্প ই-মেইল ঠিকানায় জমা হবে। বিকল্প ঠিকানায় আসা ই-মেইলগুলো পড়ার পাশাপাশি উত্তরও দেওয়া যাবে।
অ্যাপলের ‘হাইড মাই ই-মেইল’ সুবিধার আদলে তৈরি শিল্ডেড ই–মেইল সুবিধাটি জিমেইল ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এ সুবিধা বিনা মূল্যে, না অর্থের বিনিময়ে ব্যবহার করা যাবে, তা এখনো স্পষ্ট নয়।


আরো সংবাদ



premium cement