মার্কিন নিষেধাজ্ঞায় চিপ উৎপাদন ধীরগতি
- আহমেদ ইফতেখার
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ায় গত অক্টোবরে চীনের চিপ উৎপাদন ধীরগতিতে চলছে। মন্থরগতির আইসি উৎপাদন দেশটির অভ্যন্তরীণ সেমিকন্ডাক্টর খাতে চাহিদা কম থাকার ইঙ্গিত দেয়। বাইডেন প্রশাসনের শেষ দুই মাসে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিচ্ছে চীনা কোম্পানিগুলো। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) প্রকাশিত তথ্যানুযায়ী, অক্টোবরে চীনের আইসি উৎপাদন গত বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদন পৌঁছেছে তিন হাজার ৫৯০ কোটি ইউনিটে। তবে সংখ্যাটি সেপ্টেম্বরে উৎপাদিত তিন হাজার ৬৭০ কোটি ইউনিটের তুলনায় কিছুটা কম। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উৎপাদনের পরিমাণ সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ বা সূচক। এগুলোর উৎপাদন ট্র্যাক করা সেমিকন্ডাক্টর শিল্পের সামগ্রিক অবস্থা ও আকার বোঝার জন্য সহায়ক।
এনবিএস বলছে, চলতি বছরের প্রথম ১০ মাস (জানুয়ারি-অক্টোবর) চীনের মোট আইসি উৎপাদন ২৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫ হাজার ৩০০ কোটি ইউনিটে পৌঁছেছে। যদিও প্রযুক্তিগত বাধা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীন উন্নত চিপ তৈরিতে পিছিয়ে রয়েছে, তবে পুরোনো ও কম উন্নত চিপের উৎপাদন ক্রমাগত বেড়েছে। ২০২৪ সালে চীনের সবচেয়ে দ্রুতবর্ধনশীল দ্বিতীয় শিল্প সেমিকন্ডাক্টর। এ দৌড়ে এগিয়ে আছে বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম) জানিয়েছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের ইভি উৎপাদন ৩৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় গাড়ি উৎপাদন পৌঁছেছে ৯৯ লাখে। শুধু অক্টোবরে চীন ১৪ লাখের বেশি ইভি উৎপাদন করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৪৮ দশমিক ৬ শতাংশ বেশি। এদিকে চীনে এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিল্পে ব্যবহৃত রোবট উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। অক্টোবরে এ উৎপাদন ৩৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
তাইওয়ানের টিএসএমসি এরই মধ্যে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ডেভেলপারদের জন্য ৭-ন্যানোমিটার চিপ উৎপাদন সেবা স্থগিত করেছে। স্যামসাং ইলেকট্রনিকসও একই পদক্ষেপ নিতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা