১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হোয়াটসঅ্যাপে সিক্রেট কোড ফিচার

-

হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কথোপকথন আরো সুরক্ষিত রাখতে চ্যাট লক ফিচার চালু করেছিল। এ ফিচারের একটি সীমাবদ্ধতা হলো- লক করা সব কথোপকথন, চ্যাটিং স্ক্রিনের ওপরে আলাদা একটি ‘লকড চ্যাটস’ নামের ফোল্ডারে রাখা হয়। ফলে, ফোনে অ্যাক্সেস আছে এমন যে কেউ বুঝে যাবে ব্যবহারকারী কথোপকথন লুকিয়ে রেখেছে। সরাসরি এসব চ্যাটিং দেখতে না পেলেও এটি অহেতুক দৃষ্টি আকর্ষণ করতে পারে। এ সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপ ‘সিক্রেট কোড’ ফিচার চালু করেছে।
সিক্রেট কোড ফিচার চালু করার আগে, কয়েকটি চ্যাট অবশ্যই লক করে নিতে হবে। এটি করতে যেকোনো কথোপকথনের ওপরে চাপুন, এরপর ‘মোর অপশন্স’ থেকে লকড চ্যাট অপশনটি বেছে নিন। এর পর সিক্রেট কোড ফিচার চালু করতে হবে। প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন, এরপর ‘লকড চ্যাটস’ ফোল্ডারটি চালু করুন। পরের পৃষ্ঠায় উপরের ডান কোণায় ‘থ্রি ডট’ মেনুতে চাপুন। ‘চ্যাট লক সেটিংস’ বেছে নিন। ‘সিক্রেট কোড’ অপশনে চাপুন। একটি কোড লিখুন। এখানে অক্ষর বা ইমোজিও ব্যবহার করা যাবে। তবে, এমন কিছু লিখুন যা সহজে ভুলবেন না। ‘নেক্সট’ অপশনে চাপুন। কোডটি আবার টাইপ করুন। ‘সিক্রেট কোডস ম্যাচ’ লেখা বার্তা দেখলে ‘ডান’ অপশন বেছে নিন। সিক্রেট কোড সেট আপ হয়ে গেছে। চ্যাট তালিকা থেকে লক করা কথোপকথন সরিয়ে ফেলার বিষয়টি এখন বেছে নিতে পারবেন। এটি করার জন্য ‘চ্যাট লক সেটিংস’ পৃষ্ঠায় ফিরে যান। ‘হাইড লকড চ্যাটস’ অপশনের পাশের টগলটি চালু করে দিন। যখন লক করা চ্যাট দেখার দরকার হবে, তখন সিক্রেট কোডটি চ্যাটস ট্যাবের সার্চ বারে লিখুন।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’ দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান পলকের গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের 'মীর কাশেম আলী সিঙ্গাপুরের মতো উন্নত দেশ গড়ার কাজ করেছিলেন' সোনার দাম আবারো কমলো

সকল