আসুস ল্যাপটপে এক্সক্লুসিভ অফার মিলছে সিটি আইটি মেলায়
- ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বিশ্বের অন্যতম জনপ্রিয় ল্যাপটপ ব্র্যান্ড আসুস অংশ নিয়েছে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪-এর আয়োজনে। এবারের আয়োজনে গ্রাহকদের জন্য আসুস নিয়ে এসেছে ফ্ল্যাগশিপ লেভেলের সব ল্যাপটপ। আসুসের প্যাভিলিয়নে আছে কোপাইলট প্লাস পিসি, জেনবুক ও ভিভোবুক ক্যাটাগরিতে আসা নতুন মডেলের ল্যাপটপ। এ ছাড়া, আসুস ল্যাপটপের অত্যাধুনিক ফিচার ও উদ্ভাবনগুলো সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে প্রযুক্তিপ্রেমী এবং নতুন গ্রাহকরা।
আসুস ল্যাপটপের উপর আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি থাকছে বান্ডেল অফার। নির্ধারিত কিছু ল্যাপটপ মডেলে থাকছে সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ১০ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। আসুসের বান্ডেল অফারে থাকছে আসুস টি-শার্ট, ট্রাউজার এবং একটি ট্র্যাভেল ব্যাগ।
মেলায় আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসুস ভিভোবুক এস-১৫ ল্যাপটপটি। এটি আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১,৭৪,৯৯০ টাকায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) সেরা এক্সপেরিয়েন্স দেবে ল্যাপটপটি। কোপাইলট ফিচারটি সহজে ব্যবহারের জন্য এর কি-বোর্ডে এতে রয়েছে একটি ডেডিকেটেড কি-বাটন। বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা