১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের সম্পদ বাড়ল

ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের সম্পদ বাড়ল -

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর একদিনে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ইলন মাস্কের। তিনি ছাড়াও বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ বৃদ্ধির রেকর্ড হয়েছে। ব্লুমবার্গের করা শত কোটিপতির তালিকা বলছে, এক দিনের মাথায় এসব ধনকুবেরের সম্পদ বেড়েছে ৬ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।
এক দিনের মাথায় এক্স, টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের মালিক ইলন মাস্কের সম্পদ বেড়েছে ২৬ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ এক দিনেই বাংলাদেশের মোট রিজার্ভের চেয়েও বেশি অর্থ আয় করেছেন পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক।
পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ১৫ শতাংশ বেড়েছে। এর ফলে এক দিনেই ইলন মাস্কের মোট সম্পদমূল্য বেড়েছে ২ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গের বিলিওনিয়ারস ইনডেক্সের তথ্য মতে, শেয়ারের দাম বাড়ার ফলে ইলন মাস্কের বর্তমান মোট সম্পদমূল্যের পরিমাণ প্রায় ২৯০ বিলিয়ন মার্কিন ডলার বা ২৯ হাজার কোটি মার্কিন ডলার।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন করার পাশাপাশি নির্বাচনী প্রচারের জন্য ১৩ কোটি মার্কিন ডলার অনুদানও দিয়েছেন ইলন মাস্ক। শুধু তাই নয়, ট্রাম্পের হয়ে প্রচারাভিযানে অংশ নেওয়ার পাশাপাশি নিজের মালিকানাধীন এক্সে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি।
সম্পদ বৃদ্ধির এই তালিকায় আরও রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ট্রাম্পের জয়ের পর বেজোসের সম্পদ বেড়েছে ৭১০ কোটি ডলার। ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ট্রাম্পের জয়ের পর এক দিনে এই ধনকুবেরের সম্পদ বেড়েছে ৫৫০ কোটি মার্কিন ডলার।


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল