০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

নতুন ম্যাকবুক প্রো আনল অ্যাপল

নতুন ম্যাকবুক প্রো আনল অ্যাপল -

আইম্যাক ও ম্যাক মিনির পর এবার নতুন সংস্করণের ম্যাকবুক প্রো ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ১৪ এবং ১৬ ইঞ্চি পর্দার নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ এ-৪, এম-৪ প্রো ও এম-৪ ম্যাক্স প্রো প্রসেসরের ওপর ভিত্তি করে তিনটি সংস্করণে পাওয়া যাবে। সর্বশেষ প্রযুক্তির শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ল্যাপটপগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধাও ব্যবহার করা যাবে। এম-৪ প্রসেসরে রয়েছে ৮ কোর সিপিইউ, ৮ কোর জিপিইউ এবং ১৬ গিগাবাইট মেমোরি। এম-৪ প্রো প্রসেসরে রয়েছে ১৪ কোর সিপিইউ (যার মধ্যে ১০টি পারফরম্যান্স কোর এবং চারটি এফিসিয়েন্সি কোর), ২০ কোর জিপিইউ এবং ৬৪ গিগাবাইট পর্যন্ত ইউনিফাইড মেমোরি। আর সবচেয়ে শক্তিশালী এম-৪ ম্যাক্স প্রসেসরে থাকছে ১৬ কোর সিপিইউ, ৪০ কোর জিপিইউ এবং ১২৮ গিগাবাইট পর্যন্ত ইউনিফাইড মেমোরি। এ ছাড়া ম্যাকবুক প্রোতে যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন ন্যানো-টেক্সচার ডিসপ্লে সুবিধা। এই ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ এক হাজার নিটস এবং এইচডিআর কনটেন্ট দেখার সময় পিক ব্রাইটনেস এক হাজার ৬০০ নিটস পর্যন্ত হয়ে থাকে।
নতুন ম্যাকবুক প্রোতে ১২ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা যুক্ত করা হয়েছে। এম-৪ প্রসেসরে চলা ল্যাপটপে রয়েছে তিনটি থান্ডারবোল্ট ৪ পোর্ট। এম-৪ প্রো ও এম-৪ ম্যাক্স প্রসেসরে চলা ল্যাপটপে রয়েছে তিনটি থান্ডারবোল্ট ৫ পোর্ট। এর ফলে দ্রুত তথ্য স্থানান্তরের সুবিধা পাওয়া যাবে। আরো থাকছে একটি এইচডিএমআই পোর্ট, একটি এসডিএক্সসি কার্ড স্লট, একটি ম্যাগসেফ ৩ পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপগুলোর দাম সংস্করণ ভেদে এক হাজার ৫৯৯ ডলার, এক হাজার ৯৯৯ ডলার ও দুই হাজার ৪৯৯ ডলার। আগামী ৮ নভেম্বর থেকে বিভিন্ন দেশের বাজারে পাওয়া যাবে ল্যাপটপগুলো।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল