৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

চীনের শীর্ষ ধনী বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং

চীনের শীর্ষ ধনী বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং -

চীনের ধনী তালিকার শীর্ষে উঠে এলেন বাইটড্যান্স প্রতিষ্ঠাতা। ইয়িমিংয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এখন চার হাজার ৯৩০ কোটি ডলার। এর আগে ২০২১ সালে বাইটড্যান্সের নির্বাহী প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ৪১ বছর বয়সী ঝ্যাং। ২৬ বছর আগে প্রথম প্রকাশিত ‘হুরুন চায়না রিচ লিস্ট’-এর ১৮তম একক ব্যক্তি হিসেবে চীনের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব পেলেন তিনি।
এ তালিকায় তিনি চীনা উদ্যোক্তা ঝং শানশানের জায়গা নিয়েছেন, যার সম্পদ ২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৯০ কোটি ডলার। নিজেদের মার্কিন ব্যবসার মালিকানা নিয়ে আইনি লড়াই চললেও গত বছর গোটা বিশ্বে বাইটড্যান্সের আয় ৩০ শতাংশ বেড়ে পৌঁছেছে ১১ হাজার কোটি ডলারে, যার ফলে ঝ্যাংয়ের ব্যক্তিগত সম্পদও বেড়েছে।
এ তালিকার তৃতীয় স্থানে আছেন, টেনসেন্টের ‘লো-প্রোফাইল’ প্রতিষ্ঠাতা পনি মা। গত বছর এ অবস্থানে ‘পিডিডি হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা কলিন হুয়াং থাকলেও এখন তিনি নেমে গেছেন চতুর্থ স্থানে।
নিজেদের সম্পদের সবচেয়ে নাটকীয় পতন দেখেছে চীনের রিয়েল এস্টেট খাত, যেখানে ইলেকট্রনিক খাত নিশ্চিতভাবেই ঊর্ধ্বমুখী। এই বছর শাওমির প্রতিষ্ঠাতা লেই জুনের নিজস্ব সম্পদে যোগ হয়েছে ৫০০ কোটি ডলার।


আরো সংবাদ



premium cement