বাংলালিংক ও সিম্ফনি নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের ফোরজি ফোন
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
সাশ্রয়ী মূল্যে ফোরজি সুবিধাকে আরো সহজলভ্য করতে দুর্দান্ত এক ক্যাম্পেইন নিয়ে এসেছে বাংলালিংক ও সিম্ফনি। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক এ ক্যাম্পেইনের মাধ্যমে দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিতে নিয়ে এসেছে সিম্ফনি ইভো-১০ ফোরজি ফোন সাশ্রয়ী মূল্যের এ ফোন কেনার সাথে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট প্যাকও উপভোগ করবেন ক্রেতারা।
সবার জন্য কম খরচে দ্রুত গতির ইন্টারনেট ও স্পষ্ট কল নিশ্চিত করবে সিম্ফনি ইভো-১০ ফোরজি ফোন যা ক্রেতারা কিনতে পারবেন মাত্র দুই হাজার ২৫০ টাকায়। ক্যাম্পেইন চলাকালে ফোনটি কিনলে বাংলালিংকের পক্ষ থেকে থাকছে বিনামূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (ছয় জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও তিন জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য)। সিম্ফনি ইভো-১০ ব্যবহারকারীরা ফেসবুক, ইউটিউব, টিকটক ও অপেরা মিনিসহ বিভিন্ন অ্যাপে উপভোগ করতে পারবেন।
সব বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশব্যাপী সব ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি ইভো-১০ হ্যান্ডসেটটি। এই ফোরজি ও ভিওএলটিই সমর্থিত ডিভাইসটিতে রয়েছে ২.৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র্যা ম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সাথে আরো আছে দেড় হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ফোনটিতে দুই হাজারটি কনট্যাক্ট সেভ করা যাবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো নির্বিঘেœ চালানো যাবে ফোনটিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা