৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

এআই নির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা চালু করেছে অ্যাপল

এআই নির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা চালু করেছে অ্যাপল -

অ্যাপল নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা চালু করেছে। গত জুন মাসে নিজেদের ডেভেলপার সম্মেলনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা আনার ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। টিম কুকের ঘোষণার প্রায় চার মাস পর বহুল প্রতীক্ষিত সুবিধাটি উন্মুক্ত করা হলো। অ্যাপল ইন্টেলিজেন্সে মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে অ্যাপল ইন্টেলিজেন্স। তাই অ্যাপল ইন্টেলিজেন্সে বেশি গুরুত্ব দেয়া হয়েছে লেখা ও যোগাযোগকে। শুধু তা-ই নয়, ভার্চুয়াল সহকারী সিরির মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সে বিভিন্ন ধরনের কাজ করা যাবে। ফলে সিরি বর্তমানের তুলনায় আরো শক্তিশালী হবে।
অ্যাপল ইন্টেলিজেন্স সব মডেলের আইফোনে ব্যবহার করা যাবে না। অ্যাপলের তথ্য মতে, গত সেপ্টেম্বর মাসে বাজারে আসা আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি আইফোনের পাশাপাশি আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে। আইফোনের পাশাপাশি এম-১ চিপযুক্ত আইপ্যাড ও হালনাগাদ ম্যাকওএসে চলা ম্যাক কম্পিউটারে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ মিলবে।


আরো সংবাদ



premium cement