০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ইসিএস কম্পিউটার সিটির আহ্বায়ক কমিটি

-

রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান সেন্টার)। দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় নবগঠিত কমিটির উদ্যোগে ‘মিট অ্যান্ড ব্রিট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। গত সোমবার রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার সিটির সকল ব্যবসায়ী, মালিকবৃন্দ, তথ্যপ্রযুক্তি সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্মার্ট টেকনোলজিস’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে আহ্বায়ক এবং ওয়েলকিন কম্পিউটার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম হাজারীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুল হাসান দিপু, যুগ্ম আহ্বায়ক মো: আহসানুল ইসলাম নওশাদ, যুগ্ম সদস্য সচিব মো: এহেতেশামুল হক, সদস্য ফাইন্যান্স মুহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য মোঃ মোশাররফ হোসেন, মো: ফারুক আহমেদ ভূঁইয়া, মো: রফিকুল ইসলাম চৌধুরী মুন্না, মোঃ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), মুহাম্মদ নোমান শিকদার, মো: তানজীল হোসেন, মো: রাজু হাসান।
অনুষ্ঠানে নব গঠিত কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্যে মার্কেট নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম তার বক্তব্যে মার্কেটের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের কম্পিউটার ব্যবসায়ের সম্প্রসারণে এই মার্কেটের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। নবগঠিত কমিটির হাত ধরে এই মার্কেট শুধুমাত্র বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মানের একটি কম্পিউটার মার্কেট হিসেবে প্রশংসিত হবে বলে আমি বিশ্বাস করি। সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম হাজারী বলেন, দেশে প্রযুক্তি প্রতিষ্ঠান অনেক হলেও এক ছাদের নিচে সুন্দর পরিবেশে মার্কেট রয়েছে সেই তুলনায় অনেক কম।
এক্ষেত্রে দেশে একটি সফল মার্কেটের নাম ইসিএস কম্পিউটার সিটি। এই গৌরবোজ্জ্বল মার্কেটের আমি প্রতিষ্ঠা লগ্নের বাস্তবায়িত কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।


আরো সংবাদ



premium cement
জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত যুক্তরাষ্ট্রে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান ৪৭তম বিসিএসের কোটার সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যার কথা শুনেছেন : আসিফ মাহমুদ পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫২ শামীম ওসমানের ‘সহচর’ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন গ্রেফতার স্টেইন নাকি হ্যারিস : মার্কিন নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবে কু‌ড়িগ্রা‌মে আ’লীগ নেতা আউয়াল‌ গ্রেফতার গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে নিউ টাউন সোসাইটির মতবিনিময়

সকল