০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

মানুষ নয় কর্মহীন হলো রোবট : সিদ্ধান্ত গুগলের

মানুষ নয় কর্মহীন হলো রোবট : সিদ্ধান্ত গুগলের - ছবি : সংগৃহীত

কিছু দিন আগে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল গুগল। টেক সংস্থাটির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে কর্মীদের তা জানিয়ে দেয়া হয়েছিল। তবে এবার মানুষ নয়, গুগলে কর্মরত রোবটদেরও ছাঁটাই করছে গুগল। রোবটগুলো গুগল অফিসের দৈনন্দিন কাজগুলো যেমন ক্যাফেটেরিয়া পরিষ্কার, ক্যাফের টেবিল পরিষ্কার, গেট খুলে দেয়া, ময়লা পরিষ্কারের মতো কাজগুলো করত। এবার তাদের সেসব কাজ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জানা গেছে, এভরিডে রোবটস নামে গুগলের একটি পরীক্ষামূলক বিভাগ রয়েছে। সেখানেই রোবট তৈরি ও প্রশিক্ষণ দেয়া হতো। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দিয়ে ক্যাফের বিভিন্ন কাজ করানো হতো। সেই বিভাগটিই এবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগলের পেরেন্ট বডি আলফাবেট। রোবটগুলো অনেক কাজের হলেও তা বেশ দামী। প্রতিটি রোবটের মূল্য কয়েক হাজার ডলার। মূলত ব্যয় কমাতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানি। এবার একই কারণে এ বিভাগটি বন্ধ করা হচ্ছে।

সংস্থা সূত্রে জানা গেছে, রোবটদের নিয়ে পরীক্ষামূলক সেই বিভাগে দু শ’রও বেশি কর্মী কাজ করতেন। বিভিন্ন ধরনের রোবটিক্স প্রকল্পের কাজ সেখানে হতো। তাদের প্রশিক্ষণ দেয়ার দায়িত্বও ছিল ওই কর্মীদের ওপর। প্রশিক্ষণের পর অফিসের বিভিন্ন কাজগুলো করত রোবটগুলো। নিজেদের বাজেটের কারণে রক্ষণা-বেক্ষণের চাপ বাড়ায় বিভাগটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে রোবটগুলোর আলাদা করে কোনো অস্তিত্ব থাকছে না।

জানা যায়, এর আগে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে গুগল। এজন্য কোম্পানির সিইও কর্মীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। আলফাবেটের এ সিদ্ধান্তের বিরোধিতাও করেন বহু কর্মী।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
যোগ্যতার শর্ত পূরণ করেই ভাইবায় ডাক পেয়েছিলেন শিবির সভাপতি মোবারক প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা রাবিতে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা, কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির হীম ঠাণ্ডায় জুবুথুবু উত্তরাঞ্চল, গরম কাপড়ের জন্য হাহাকার রংপুরের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বরিশাল দরপত্র ছাড়াই রাসিকে সংস্কার কাজের অভিযোগ, দুদকের অভিযান বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেসেট থেকে পদত্যাগ করবেন চিন্ময়ের জামিন না পাওয়াকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলল মমতার দল অর্থবছরের প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

সকল