বিসিএস কম্পিউটার সিটিতে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২২, ১৩:৩৫
আইডিবি ভবনের নিচ তলায় বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে কেক কেটে উৎসব মুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে। এ সময় মোনাজাতের মাধ্যমে শুকরিয়া জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি জনাব এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু)। তিনি বলেন, কোটি মানুষের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃঢ়তা ও আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয় ও বিরল। এই সেতু দেশের অর্থনীতিতে বিরাট সমৃদ্ধি অর্জন করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহিরুল ইসলাম। তিনি বলেন, এ পদ্মা সেতু দক্ষিণবঙ্গসহ সারা দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক আনন্দের বার্তা নিয়ে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রথম সভাপতি জনাব আহমেদ হাসান জুয়েল সহ আরো অনেকে। তিনি বলেন,এই মাইল ফলক অতিক্রম করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানায়। আরো বক্তব্য রাখেন, বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান, উপদেষ্টা জনাব মোঃ মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক জনাব মোঃ মোশাররফ হোসেন সুমন, জনাব মোঃ জাহিদুল আলম, জনাব মোঃ আকতার হোসেন খান, জনাব ফজলুল বারী লিটন, জনাব মোঃ আনোয়ারুর রহমান। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জাহেদ আলী ভূঁইয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা