শিগগিরই সুপার কম্পিউটার ‘সিমোর্গ’ উদ্বোধন করবে ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মে ২০২১, ০০:০১, আপডেট: ০৬ মে ২০২১, ১০:১৭
ইরান খুব শিগগিরই নিজেদের তৈরি সুপার কম্পিউটার ‘সিমোর্গ’ উদ্বোধন করবে। ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি নিজস্ব টুইটার পেজে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরানসহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে।
জাহরোমি আরো বলেছেন, ইরানি তরুণরা সুপার কম্পিউটারটি উন্মোচনের আগের সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করছে।
বিশ্বের ১০০টি সুপার কম্পিউটারের একটি হচ্ছে ইরানের এ কম্পিউটার। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন ও জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
সিমোর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র ও আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে।
২০১৮ সালে ইরান বৈজ্ঞানিক জ্ঞানে পশ্চিম এশিয়ায় প্রথম আর বিশ্বে ১৬তম স্থান অর্জন করেছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা