ক্যাসপারস্কির পরিবেশক থেকে সরে দাঁড়াল অফিসএক্সট্রাক্টস
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ অক্টোবর ২০১৮, ১২:০৫
বাংলাদেশ ও ভুটানে নিয়োজিত ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্রাক্টস ব্যবসায়িক নীতিগত মতপার্থক্যের কারণে চলতি বছরের গত ২০ সেপ্টেম্বর ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশনা হতে অব্যহতি নেয়ার ঘোষণা দিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ব্যবসায়ীক এবং টেকনিক্যাল সাপোর্টের জন্য ক্যাসপারস্কি ল্যাবের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে অফিসএক্সট্রাক্টসের সিইও প্রবীর সরকার জানান, আমরা বাংলাদেশের বাজারে দীর্ঘ দিন ধরে কাজ করেছি। বর্তমানে ক্যাসপারস্কির সাথে আমাদের ব্যবসায়িক বনিবনা না হওয়াতে গত সেপ্টেম্বর থেকে ক্যাসপারস্কির পরিবেশক থেকে সরে দাঁড়িয়েছি। আমরা ইতোমধ্যে ক্যাসপারস্কির পণ্য বিক্রয় ও সেবা বন্ধ করে দিয়েছি। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা