০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার হলেন তিতাস সরকার

-

কম্পিউটার নেটওয়ার্কিং সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোটিকের সার্টিফায়েড ট্রেইনার হয়েছেন বাংলাদেশের তিতাস সরকার। সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত 'ট্রেইন দ্য ট্রেইনার' শীর্ষক প্রোগ্রামে তার হাতে এ সার্টিফিকেট তুলে দেয়া হয়।

এর আগে তিনি এমটিসিএনএ এবং এমটিসিআরই নামক দুটি পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পাশাপাশি মাইক্রোটিক সিকিউরিটি নিয়ে একটি পেপার উপস্থাপনা করে তিনি এই যোগ্যতা অর্জন করেন।

তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন তিনি। বর্তমানে তিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত আছেন ইনোসিস সলিউশনসে।


আরো সংবাদ



premium cement