১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা - ছবি - সংগৃহীত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ চারটি বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার প্রকাশিত পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এর আগে, বুধবার সকাল থেকে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে তিন দিনের ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অফিস।

উল্লেখ্য, ৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত।

এর আগে, বৃহস্পতিবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হচ্ছে।

এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement