১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কমবে বৃষ্টি, সাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

কমবে বৃষ্টি, সাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস - সংগৃহীত

গত কয়েক দিনের তুলনায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ কম থাকবে।

বুধবার দুপুর ১২টার দিকে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্ষাকাল যেহেতু, তাই বৃষ্টি কিছুটা থাকবে। কিন্তু আগামী ৩০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে।

তিনি আরো বলেন যে- এই সময়ের মাঝে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে।

লঘুচাপের কারণেই ‘গরমের মাত্রা একটু বেড়েছে এবং কয়েক দিনে আরো বাড়বে।’

আবহাওয়া অধিদফতরের সকাল ৯টার পূর্বাভাস অনুযায়ী, পরের ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে, ৩৬ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রংপুরে, ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement