১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের দিন কি বৃষ্টি হবে!

ঈদের দিন কি বৃষ্টি হবে! - প্রতীকী ছবি।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার (ঈদের দিন সকাল ৯টা পর্যন্ত) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৮ বিভাগের সব জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুলেটিনে আরো বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইতে থাকবে।

উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য সব জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা দেশজুড়ে একইরকম থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সময় বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে।


আরো সংবাদ



premium cement