১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘূর্ণিঝড় রেমাল : চট্টগ্রাম বন্দরে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে

ঘূর্ণিঝড় রেমাল : চট্টগ্রাম বন্দরে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে - সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। খোলা হয়েছে ৪টি কন্ট্রোল রুম।

ইতোমধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবাহাওয়া অধিদফতর। এর পরপরই বন্দরের জেটি ও বহির্নোঙরে থাকা জাহাজের পণ্য ওঠানামা-খালাস বন্ধ করা হয়েছে। তবে যেসব জাহাজে পণ্য ওঠানামা অর্ধসমাপ্ত অবস্থায় আছে, সেসব জাহাজে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।

আজ রোববার (২৬ মে) সকাল থেকে বন্দর চ্যানেল, জাহাজ, জেটি, ইয়ার্ড, শেড, হ্যান্ডলিং ইকু্ইপমেন্ট নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। ইতোমধ্যে বন্দরের বহির্নোঙরে থাকা সব লাইটার জাহাজ কর্ণফুলী নদীর উজানে পাঠিয়ে দেয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব মো: ওমর ফারুক বলেন, ‘সিগন্যাল-৯ জারির পর বন্দরেও আমরা অ্যালার্ট-৪ জারি করেছি। সাধারণত সংকেত ৬ কিংবা এর উপরে গেলে আমরা বন্দরে বিপদ সংকেত জারি করি।’

তিনি আরো বলেন, ‘জেটিতে জাহাজ যেগুলো ছিল, সবগুলোকে সাগরে পাঠিয়ে জেটি জাহাজশূন্য করা হচ্ছে। জেটিতে লোডিং-আনলোডিং বন্ধ আছে। ইয়ার্ড থেকে কনটেইনার মুভ আপাতত চলছে। আমরা বলেছি, আঘাতের আভাস পাওয়ার সাথে সাথে জেটি এলাকা খালি করে দিতে হবে।’

ওমর ফারুক বলেন, ‘বহির্নোঙর থেকেও সব মাদার ভ্যাসেল গভীর সমুদ্রে পাঠানো হচ্ছে। এখন আমরা বন্দরের ইক্যুইপমেন্টগুলো সুরক্ষার ব্যবস্থা করছি। জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন সন্ধ্যা থেকে বিভিন্ন পাহাড়ি এলাকা ও উপকূলে মাইকিং করে মানুষকে নিরাপদে থাকার অনুরোধ জানাচ্ছে। বিশেষ করে নগরীর বায়েজিদ, বাটালী হিল, লালখানবাজার, ষোলশহরসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। জেলা প্রশাসন ৭৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে।


আরো সংবাদ



premium cement
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীপুরে ছাত্রহত্যায় অংশ নেয়া আ‘লীগ নেতা বিএনপির লং মার্চ : আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে দাফনের ৪ মাস পর লাশ উত্তোলন কক্সবাজারে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ইভাংকার শ্বশুরের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সাফাই ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩ রাজনৈতিক পটপরিবর্তনে কোটিপতির অ্যাকাউন্টের সংখ্যা কমেছে : বাংলাদেশ ব্যাংক বাঁশখালীতে পুড়ে ছাই হলো ১২ পরিবারের বসতঘর তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়বে নায়িকা পূজা চেরির ছাত্রশিবিরে যোগ দেয়ার দাবি ভুয়া 

সকল