১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চারদিক ঘন মেঘে আধার হয়ে ঝরল বৃষ্টি

- ছবি - নয়া দিগন্ত

ভোরের আলো আধারেই ঢেকে গিয়েছিল আজ। ঘন মেঘে চারদিক ঢেকে হাওয়ায় উঠে বৃষ্টি ঝরেছে। ঘণ্টাখানেকের বৃষ্টির পর চারদিকে শুধু টুপটাপ ঝরছে।

এসময় ভোগান্তিতে পড়ে চাকুরীজীবিরা। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঝড়ো বৃষ্টির কারণে গন্তব্যে পৌঁছাতে পারে না।

আবহাওয়া অধিদফত বলছে, আগের দিনের চেয়ে আজ বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তাতে তাপমাত্রা আরো কমে যেতে পারে। আজ দেশের ছয় বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা বিভাগও রয়েছে।

গতকাল আবহাওয়া অধিদফতরের দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: হাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখনকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক-মৌসুমি বায়ুর সময়। এ সময়টায় এমন হয়।

গত এপ্রিল মাসের প্রথম দিন থেকে পুরো মাস দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ ছিল। তবে মাসের দ্বিতীয় দিন থেকে বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহের এলাকা কমতে থাকে। তিন দিন হলো দেশের কোথাও আর তাপপ্রবাহ নেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এমন বৃষ্টি এবং মোটামুটি সহনীয় তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে।


আরো সংবাদ



premium cement