১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

- ছবি : সংগৃহীত

ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ঢাকা।

ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু ও ইন্দোনেশিয়ার মেদান যথাক্রমে ১৭৭, ১৭২ ও ১৬৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে ‘অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে এবং বর্ষাকালে কিছুটা ‘উন্নত’ হয়ে থাকে।

বায়ুদূষণ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) এর মতে, বায়ুদূষণের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ মৃত্যুহার বৃদ্ধি পায় বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement