১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

রোদ-মেঘের লুকোচুরি চলবে

- ছবি - ইন্টারনেট

ঢাকার আকাশ সকালে মেঘে ঢাকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্য উঁকি দিয়েছে। রোদ উঠলেও ঠাণ্ডা অনুভূতি আছেই। তেজহীন সূর্যকে আবার আড়াল করে দিবে মেঘ- এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঢাকার বাইরে কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম বলেন, গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ ছাড়া যশোরে ছয় মিলিমিটার ও গোপালগঞ্জে এক মিলিমিটার বৃষ্টি হয়।

তিনি বলেন, আজ রাতের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।

আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অংশ বাদ দিয়ে দেশের অন্য এলাকাগুলোয় মেঘ রয়েছে। আরো দুই দিন এ অবস্থা থাকতে পারে।

রাজধানীসহ তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বেড়েছে ঢাকায়।

আবহাওয়া অধিদফতর সূত্র আজ সকাল সাড়ে ৮টার দিকে জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার রাজধানীর এ তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ



premium cement