রাতে বাড়বে শীত, পড়বে মাঝারি থেকে ঘন কুয়াশাও
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৪, ২০:৪২
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়বে। তবে রাতের তাপমাত্রা কমে পড়বে কনকনে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পড়বে কুয়াশাও।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চ শৃঙ্গ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী নিম্নাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা দেখছে অধিদফতর।
সূত্র : আবহাওয়া অফিস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা