বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা আরো কমার পূর্বাভাস
দিনাজপুরের দেশের সর্বোনিম্ন তাপমাত্রা- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জানুয়ারি ২০২৪, ১২:২২, আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩২
দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি হওয়ার শীতের তীব্রতা বেড়েছে। চুয়াডাঙ্গায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শীত জেঁকে বসেছে। খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাজশাহীতে বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে ওই বিভাগগুলোতে তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।
এছাড়া কুড়িগ্রামে তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াসে নামায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষ করে দক্ষিণপশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।
তিনি আরো বলেন, বৃষ্টির ফলে কুয়াশা কমে সূর্যের দেখা মিলবে। সেইসাথে আগামীকাল শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে আজকেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। মূলত এই মাসজুড়েই শীত বিরাজ করবে।
চুয়াডাঙ্গায় ভোর ৫টা ৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে সকাল ৮টা ১০ মিনিটে থেমেছে। এই দুই ঘণ্টা ২৫ মিনিটে ১৯ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আগামীকাল অর্থাৎ ১৯ জানুয়ারির (শুক্রবার) পূর্বাভাসে হালকা বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাছরিন এ্যানি।
খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর প্রচণ্ড শীতে স্থবির হয়ে পড়েছে খুলনার জনজীবন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। ফলে বিপাকে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টির পর তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস।
খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো: আমিরুল আজাদ বলেন, আজ খুলনার তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে তাপমাত্রা একটু কমতে পারে। উত্তরের বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা আরো অনুভূত হতে পারে।
কুড়িগ্রামে সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ জানান, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, ‘আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরো দুয়েক দিন অব্যাহত থাকতে পারে।’
এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এদিকে, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এতে আরো বলা হয়, দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা