কুয়াশার চাদরে মুড়িয়ে ঢাকা, তাপমাত্রা আরো কমেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৪২, আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:০৪
রাজধানী ঢাকা আজ কুয়াশার চাদরে মুড়িয়ে আছে। বেলা ১১টায়ও সূর্যের দেখা নেই। আকাশ মেঘলা। শীত আবারো জেঁকে ধরেছে নগরবাসীকে। গতকাল সূর্য উঁকি দেয়ায় আগের কয়েদিনের কনকনে ঠাণ্ডার থেকে কিছুটা মুক্তি মিলেছিল। কিন্তু আজ সকাল থেকেই শীতের তীব্রতা বেড়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল সোমবারের তুলনায় আজ মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বেড়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। সোমবার বরিশালে ছিল সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা