১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

কনকনে শীতে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা আরো কমার আশঙ্কা

- ছবি - ইন্টারনেট

কয়েকদিন ধরেই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত সারাদেশ। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সাথে ঘন কুয়াশা। কোনো দিন তো সূর্যের দেখাও মেলে না। এমন অবস্থার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার রাতে সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে বুধবার বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়।

অধিদফতর বলেছে, বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী ১৭ জানুয়ারির পর সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ১৭ জানুয়ারিও (মঙ্গলবার) দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণটা হালকা থেকে গুঁড়িগুঁড়ি হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারো শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারো কমার আশঙ্কা রয়েছে।


আরো সংবাদ



premium cement