১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সারাদেশে ঘন কুয়াশার পূর্বাভাস

সারাদেশে ঘন কুয়াশার পূর্বাভাস - ছবি : নয়া দিগন্ত

আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সোমবার দৈনিক আবহাওয়া অফিসের বুলেটিনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, সারাদেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৩০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের এলাকা এখন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর সাথে সম্পর্কিত ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বুলেটিনে আরো বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চতার বাইরে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement