চলতি সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২২, ১৩:২০
বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ২০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
একটি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বিডব্লিউওটি জানায়, ২০ ডিসেম্বর পর্যন্ত ঠাণ্ডার তীব্রতা কিছুটা কম থাকতে পারে, তবে এই সময়ে বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এমনকি তা কমে আট ডিগ্রি পর্যন্তও নামতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা