১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস - ফাইল ছবি

শীতের কনকনে হাওয়া বইছে দেশজুড়ে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ও চুয়াডাঙ্গা ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাতরা রেকর্ড হয়েছিল।

অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার বেলা ১১টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আগামী তিন দিনেও হ্রাস পেতে পারে তাপমাত্রা।

এছাড়া অধিদফতর বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।


আরো সংবাদ



premium cement
দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত জাকির-রনির ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি সিলেটের এভোরেজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পিঠা উৎসব আ’লীগের ২৮ নেতকর্মীকে জেল হাজতে প্রেরণ রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে ট্রাম্পের আমলে ইরান কি পারমাণবিক বোমা বানাতে পারবে? জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে সহায়তার দাবি নির্বাচকদের সাহসী সিদ্ধান্ত, চ্যাম্পিয়নস ট্রফিতে নেই তামিম-সাকিব চাকুরিচ্যুত বিডিআরদের চাকরি ফিরিয়ে দেয়ার দাবি দাবানলে বাস্তুহারা প্রাণীদের আশ্রয় দিতে মরিয়া লস অ্যাঞ্জেলসের মানুষ রাজধানীতে ৩ মাসে গ্রেফতার ৮১০ ছিনতাইকারী

সকল