১১ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ায় তাপমাত্রা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২২, ১১:৫০
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড শ্রীমঙ্গলে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
ঢাকায় আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস ও ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘূর্ণিঝড় ‘মানদৌসে’ ক্রমশ দুর্বল হয়ে যাওয়ায় চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আজ দেশের কিছু অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা