১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

‘মানদৌস’র প্রভাবে মেঘলা থাকবে আকাশ

‘মানদৌস’র প্রভাবে মেঘলা থাকবে আকাশ - ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মানদৌসে’র প্রভাবে দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৫ ডিগ্রি সেলসিয়াস ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে।


আরো সংবাদ



premium cement