১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

রাজশাহীতে ১৪ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

রাজশাহীতে ১৪ ডিগ্রিতে নেমে এলো তাপমাত্রা -

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সমুদ্রে সৃষ্ট লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকাতে দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ববঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।

রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।


আরো সংবাদ



premium cement