কোথাও কমেছে আবার কোথাও বেড়েছে রাতের তাপমাত্রা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ নভেম্বর ২০২২, ১৩:৩০
দেশে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কোথাও কমেছে আবার কোথাও বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আবহাওয়াবিদরা বলছেন, আপাতত শুষ্ক থাকতে পারে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গঞ্চগড়ের তেঁতুলিয়ায়। যেখানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সেখানে তাপমাত্রা দশমিক তিন ডিগ্রি বেড়ে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
সোমবার কমেছে ঢাকার তাপমাত্রা। যা ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে, রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা