১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

ঘূর্ণিঝড় সিত্রাং : সাতক্ষীরায় ২৫০ আশ্রয়কেন্দ্র ও ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

ঘূর্ণিঝড় সিত্রাং : সাতক্ষীরায় ২৫০ আশ্রয়কেন্দ্র ও ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় সিত্রাং প্রতিরোধে সাতক্ষীরায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৫০টিরও অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও এক হাজার ২০০ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছে ছয় হাজার স্বেচ্ছাসেবক। এছাড়া দুর্যোগকালীন জরুরি সাড়াদানের জন্য জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারদের ঝড়ের আগেই মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার নির্দেশ দেন। একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিক্যাল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনা খাবার ও বিশুদ্ধ খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক সঙ্কেত অনুযায়ী নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয়গ্রহণের অনুরোধ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, আশাশুনি উপজেলা নিবাহী অফিসার ইয়ানুর রহমান, তালা উপজেলা নিবাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ, জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকার্তা জুলফিকার আলী রিপনসহ প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, ফায়ার সার্ভিস এবং অন্য সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 


আরো সংবাদ



premium cement
আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা বিএনপির নেতা আবু নাসের রহমাতুল্লাহর নেতৃত্বে বরিশালে দলিফলেট বিতরণ সীমান্ত অপরাধ দমনে যৌথ চেষ্টার আহ্বান প্রণয় ভার্মার সাপের দৌরাত্ম্যে পাখিহীন দ্বীপ, রাজত্ব গড়েছে মাকড়সা অপরাধী যে দলের হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিয়া মাজারে হামলার পরিকল্পনা ব্যর্থ সাবেক এমপি নদভীকে গ্রেফতারের আদেশ রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ আমিরাতের রুপির দাম হুড়মুড়িয়ে কমলেও নিশ্চুপ কেন মোদি, প্রশ্ন প্রিয়াঙ্কার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় নিহত আহত ১ বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ

সকল