১২০ কি.মি. এগিয়েছে সিত্রাং, বাতাসের গতি ৫০ কি.মি.
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ অক্টোবর ২০২২, ১৫:০৭, আপডেট: ২৩ অক্টোবর ২০২২, ১৬:২১
ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পাশাপাশি শুরু হয়েছে ঝড়ো হাওয়া। এতে উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।
রোববার বেলা ১২টার দিকে দেয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (পঞ্চম) দেখা যায়, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আর সকাল ৯টায় দেয়া চতুর্থ বিশেষ বিজ্ঞপ্তিতে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বলে জানানো হয়েছে।
একইভাবে সকাল ৯টার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। বর্তমানে সেটি ৭১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। অন্যদিকে মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করা নিম্নচাপটি এখন যথাক্রমে ৭৩০ এবং ৬৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
অর্থাৎ সময়ের সাথে সাথে এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে
ফলে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতাসংকেত এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতাসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
এ সময় বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করে দ্রুত সময়ে তীরে ফিরতে অনুরোধ করা হয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (পঞ্চম) আরো বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় উত্তাল রয়েছে সমুদ্র।
শক্তি বাড়িয়ে রোববারই (২৩ অক্টোবর) এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর আরো শক্তি সঞ্চয় করে সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। এর প্রভাব থাকবে আর দু’-একদিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা