সারাদেশে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টির পূর্বাভাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ অক্টোবর ২০২২, ১৪:২২
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু দুর্বল থাকায় রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার আবহাওয়া অধিদফতর এক বুলেটিনে জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আগামী তিন দিনের মধ্যে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।
রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ভোলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা