স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা আবহাওয়া অধিদফতরের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ অক্টোবর ২০২২, ১৫:১৯, আপডেট: ০৩ অক্টোবর ২০২২, ১৫:৩০
চলতি বছরের অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস আরো জানায়, ভারী বর্ষণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কিছু এলাকায় আকস্মিক বন্যাও হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান অক্টোবরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়টি নিয়ে বলেন, এ মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মাসে একটি থেকে দু’টি লঘুচাপও হতে পারে। যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো জানানো হয়, ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। আর সারাদেশের বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে তিন থেকে চার দিন।
আবহাওয়া অধিদফতর জানায়, প্রকৃতির নিয়ম অনুযায়ী চলতি মাসের দ্বিতীয়ার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় নেয়ার কথা রয়েছে। তাই এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
সাধারণত জুলাই ও আগস্ট হলো ভারী বর্ষণের মাস। কিন্তু ওই মাসগুলোতেও তেমন বৃষ্টিপাত হয়নি। তবে সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হয়েছে।
আজিজুর রহমান বলেন, সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে তিন দশমিক চার শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা