ঢাকায় বৃষ্টি, অব্যাহত থাকতে পারে আগামী ২ দিন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২২, ১১:১৪
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২-এ আষাঢ়, প্রকৃতিতে রাজত্ব করছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টিতে মনে হতেই পারে ঘোর বর্ষা নেমেছে।
এদিকে আবহাওয়া অফিস বলছে, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে আগামী দুই দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ায় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, আগামী ৪৮ ঘণ্টা (দুই দিন) এই বর্ষণ অব্যাহত থাকতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা