১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত - ফাইল ছবি

আবহাওয়া অধিদফতর উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে ঝড়ের আশঙ্কায় সমুদ্রবন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সোমবার জানিয়েছে আবহাওয়া অফিস।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরের নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সাবধানে চলাচল করতে হবে।

তারা আরো জানায়, দেশের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং দেশের কোথাও কোথাও মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement