১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আভাস

‘অশনি’ বিদায় না নিতেই আসছে ‘করিম’

‘অশনি’ বিদায় না নিতেই আসছে ‘করিম’। - ছবি : সংগৃহীত

‘অশনি’ বিদায় না নিতেই ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে নাসা। যার নাম দেয়া হয়েছে ‘করিম’। নাসার উপগ্রহ ভারত মহাসাগরে জোড়া ঝড়ের ছবিও তুলেছে।

রোববার ভারত মহাসাগরের উত্তর এবং দক্ষিণে ওই জোড়া ঘূর্ণিঝড়ের ছবি নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।

‘অশনি’র প্রভাবে ভারতের উপকূলে যখন প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে, ঠিক তখনই করিমের কথা জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার আর্থ অবজারভেটরি। করিমকে প্রথম শ্রেণির হারিকেন ঝড় বলে ব্যাখ্যা করেছে তারা।

যদিও করিম এখনো ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে আছে। নাসার ব্যাখ্যা অনুযায়ী অশনি যেখানে নিরক্ষরেখার উত্তরে রয়েছে, সেখানে করিমকে দেখা গিয়েছে নিরক্ষরেখার দক্ষিণে। তবে ছবি দেখে অনুমান শক্তির দিক থেকে অশনির থেকে কিছুটা বেশি শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি।

করিম ভারত মহাসাগর থেকে অশনির মতো বঙ্গোপসাগরে বা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে কি না সে ব্যাপারে কিছু বলেনি নাসা। তবে দ্বিতীয় ঘূর্ণিঝড়টির ক্ষয়ক্ষতির সম্ভাবনা নিয়ে একটি পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

নাসা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তিশালী হলেও এর হাওয়ার ঘূর্ণন উল্টোদিকে। এই ঘূর্ণি একটু তীব্র সামুদ্রিক হাওয়ার মুখোমুখি হলে শক্তিক্ষয় করতে পারে। সেক্ষেত্রে স্থলভাগে প্রবেশ করলেও তা থেকে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।

তবে এখন ঘূর্ণিঝড়টি যেখানে রয়েছে তার কাছেই রয়েছে একটি ছোট্ট দ্বীপ কোকোজ আইল্যান্ড। মাত্র ৬০০ জন বাসিন্দার ওই দ্বীপে করিম কিছুটা ক্ষতি সাধন করলেও করতে পারে।

অশনি ও করিমের ছবি তুলেছে নাসার ‘ভিজিবল ইনফ্রারেড ইমেজিং রেডিয়োমিটার স্যুটস’।

জোড়া ঝড়ের ছবিটি প্রকাশ করে নাসা জানিয়েছে, মহাকাশ থেকে পৃথিবীতে সামুদ্রিক ঘূর্ণিঝড় দু’টির প্রভাব যেমনই হোক উপর থেকে ঝড় দু’টিকে দেখতে দারুণ লাগছে।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement