২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বৃষ্টির পর শীত কমতে পারে

- ছবি - সংগৃহীত

দেশের ছয়টি জেলা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় আবহাওয়া অফিসের এক বুলেটিনে বলা হয়েছে, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার ও সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেছেন, কয়েকদিনের মধ্যে বৃষ্টি হতে পারে, এর পরে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ‘দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল টেকনাফে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : ইউএনবি

দেখুন:

আরো সংবাদ



premium cement