তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২২, ১৪:১৩
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগে শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত কমে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে তুমুল বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও তেমনটি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের হিসেব অনুযায়ী, বুধবার ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল চার মিলিমিটার এবং অন্যান্য অঞ্চল সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালেও বৃষ্টি হয়েছে। এ সময়ে সিলেটে সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস মাপা হয়।
কাল বৃষ্টি হলেও আজ সকাল থেকে রোদের দেখা মিলেছে ঢাকায়। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো: আব্দুল হামিদ মিয়া সংবাদ মাধ্যমকে জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা