শ্রাবণের শেষ শুক্রবার, দিনভর থাকতে পারে বৃষ্টি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ আগস্ট ২০২১, ১০:০১, আপডেট: ১৩ আগস্ট ২০২১, ১০:০৩
রাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কখোনো মুষলধারে, কখনো গুঁড়ি গুঁড়ি। শুক্রবার সকালেও বৃষ্টির ধারা অব্যাহত। আকাশ মেঘে আচ্ছন্ন। একে তো শুক্রবার। তারপর অনবরত বৃষ্টি। সকালটা অনেকেই ঘুমিয়ে কাটিয়েছেন। ফলে রাজধানীর রাস্তাঘাট ফাকা। তবে এর মধ্যে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, তারা পড়েছেন ভোগান্তিতে।
শ্রাবণের শেষ শুক্রবার সকালটি এভাবেই শুরু হলো। তবে মেঘ-বৃষ্টির এই খেলা চলতে পারে আজ দিনভর। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরতে পারে। এটা শুধু ঢাকার জন্য নয়, দেশের বিভিন্ন অঞ্চলেই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অবশ্য বিকেলে পশ্চিম আকাশে মেঘের বুক চিরে সূর্য্যের দেখা মেলাও অসম্ভব নয়।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, এখন বর্ষাকালের শেষ সময়। আকাশে মেঘ জমলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত থেকেই থেমে থেমে রাজধানীসহ ঢাকায় বৃষ্টি হচ্ছে। সারাদিন কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যার আগে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। তবে কোথাও অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মাঝারি বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টা ধেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৭৩ মি.মি. (গতকাল সন্ধ্যা পর্যন্ত)।
ঢাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়নি। আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা