দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুলাই ২০২১, ২২:৩৩
আবহাওয়া অধিদফতর বলেছে, দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, পরবর্তী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের দিকে বৃষ্টিপাত কমতে পারে। বাড়তি পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা মংলায় ৩১ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদী ও ভোলায় ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার হয়েছে।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, কুমিল্লায় ২০৪ মিলিমিটার, মাইজদীকোর্টে ১১৭ মিলিমিটার, ফেনীতে ১১৫ মিলিমিটার, ক্ক্সবাজার ও হাতিয়ায় ১১২ মিলিমিটার, ভোলায় ১০০ মিলিমিটার ও বদলগাছীতে ৯১ মিলিমিটার। ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা