২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে - ছবি : সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আগামী ৭২ ঘন্টার বা তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২৩ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০১ মিলিমিটার। এছাড়া বগুড়ায় ৫৫ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ৩৯ মিলিমিটার এবং কুমিল্লায় ২৫ মিলিমিটার। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বুধবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্ঠাংশে মৌসুমীবায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে আগুনে পুড়ে গেছে নথিপত্র ভারতে সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ সাঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা ইসরাইলি হামলা ছাড়াই ইরান সংকটের সমাধানের পক্ষে ট্রাম্প তালেবানের সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন সাংবাদিক হাদিকুর রহমান হাদিস আর নেই টাকার জন্য ভ্যাট-শুল্ক বৃদ্ধি, অপরদিকে রাজস্ব খাতে খরচ কেন বাড়াচ্ছে সরকার? ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার প্রচেষ্টাকে মেনে নিবে না জনগণ : ডা: তাহের শুক্রবার সূরা কাহাফ কেন পড়বেন অবাধ স্বাধীনতা পাওয়ার জন্যই বাবাকে হত্যা অস্ট্রেলিয়ায় ক্যাপ্টেন কুকের ভাস্কর্য ভাঙচুর

সকল