২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাপপ্রবাহে পুড়ছে দেশ বৃষ্টির দেখা নেই

তাপপ্রবাহে পুড়ছে দেশ বৃষ্টির দেখা নেই - ছবি : নয়া দিগন্ত

তাপপ্রবাহে পুড়ছে দেশ। তাপমাত্রা প্রতিদিনই ঊর্ধ্বমুখী। তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। কোথাও বৃষ্টি নেই। দিনের বেলার প্রখর তাপে গরম হওয়া প্রকৃতি রাতেও ঠাণ্ডা হয় না। কালবৈশাখীর এ সময়েও জোরে বাতাস প্রবাহিত হচ্ছে না। শুকিয়ে যাচ্ছে পুকুর-জলাশয়, বিল-ঝিলের পানি। টিউবওয়েলে পানি উঠছে না বিভিন্ন এলাকায়। এই গরমে আবার শুরু হয়েছে বিদ্যুতের ঘাটতি। ফলে কর্তৃপক্ষ প্রচণ্ড গরমের মধ্যেই লোডশেডিং শুরু করে দিয়েছে। বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা। কখনো কখনো তাপমাত্রা উঠে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শহর থেকে গ্রাম কোথাও স্বস্তি নেই। অব্যাহত গরমে বাড়ছে রোগব্যাধি। করোনার হানাতো চারপাশে চলছেই। একই সাথে চলছে ঠাণ্ডা-কাশি, সর্দি-জ্বর এবং ডায়রিয়া। পানির প্রাপ্তি হ্রাস পাওয়ায় মানুষের শুরু হয়েছে জণ্ডিসের প্রাদুর্ভাব। এ ব্যাপারে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন প্রয়োজন না হলে রোদের মধ্যে ঘোরাফিরা না করতে। কারণ পানিশূন্যতা দেখা দিয়ে হিটস্ট্রোক হয়ে যেতে পারে। বিশেষ করে বয়স্কদের প্রয়োজন না হলে ঘরেই অবস্থান করার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অফিস চলতি মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা একটু বেশি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছে মাসের শুরু থেকেই। দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চল মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলার পূর্বাভাস ছিল। কার্যত শুধু পশ্চিম অথবা উত্তর-পশ্চিম অঞ্চল নয়, দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে গত দু’দিন থেকে। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকলেও এখনো বড় ধরনের কোনো ঝড় হয়নি।

খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, নীলফামারী ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আজো তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।


আরো সংবাদ



premium cement
ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি সিদ্ধিরগঞ্জে হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ৮ বছরে ঢাকা দূষণমুক্ত ছিল মাত্র ২ মাস সংবিধান সংস্কারে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত বিএনপির নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের শপথ রোববার আদানি গ্রুপের সাথে কেনিয়ার বড় চুক্তি বাতিল

সকল