১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

কমতে পারে দিনের তাপমাত্রা : আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদফতর - ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

একইসাথে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এতে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা (৩ দিন) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরদিন রোববার (১৯ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা আজ (শুক্রবার) সকাল ৯টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে। যার পরিমাণ ৩১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে। যার পরিমাণ ১১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে মুসল্লির লাশ উদ্ধার মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার টন চাল খালাস শুরু লালমনিরহাটে আজহারীর মাহফিল, রেল বিভাগের অতিরিক্ত ১৭ ট্রেন ৫ দিনের নবজাতককে নদীতে ফেলে দিলো স্কুলশিক্ষিকা মা পটপরিবর্তনেই খরচ কমলো ৪৮ শতাংশ গাজা যুদ্ধবিরতি চুক্তি একদিন পিছিয়ে কার্যকর ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে ট্রাম্পের আমলে অনিশ্চয়তায় এশিয়ান মিত্রজোট বৈষম্যহীন বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াত থামবে না : ডা: শফিকুর রহমান মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশকে সংস্কারের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

সকল