১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ ঢাকা

- ছবি : সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকা।

রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) একিউআই স্কোর ছিল ১৮৫।

একিউআই সূচক অনুসারে, আজকের ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ এই বাতাস মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ঘানার আক্রা, ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে ২০৫, ২০৩ ও ১৯৬ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের স্থানীয় উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার ধোঁয়া, নির্মাণকাজের দূষণ, আশপাশের ইটভাটার ধোঁয়া।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। আর বাতাসে দূষণের মান ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫০ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০০ থেকে ৪০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বায়ুমান প্রকাশ করে শহরগুলো কতটা দূষিত কিংবা পরিচ্ছন্ন তা নাগরিকদের জানিয়ে দেয় একিউআই। এতে যে শহরটিতে তারা বসবাস করছেন, সেটি তাদের জন্য কতটা স্বাস্থ্যকর সেই বিষয়েও ধারণা নিতে পারছেন লোকজন।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম ২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। প্রতি বছর বায়ূদূষণের কারণে বিশ্বজুড়ে ৭০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগ, দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধি (সিওপিডি), ফুসফুস ক্যান্সার ও শ্বাস-প্রশ্বাসজনিত কারণে মানুষের মৃত্যুহার বাড়ছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা বিএনপির নেতা আবু নাসের রহমাতুল্লাহর নেতৃত্বে বরিশালে দলিফলেট বিতরণ সীমান্ত অপরাধ দমনে যৌথ চেষ্টার আহ্বান প্রণয় ভার্মার সাপের দৌরাত্ম্যে পাখিহীন দ্বীপ, রাজত্ব গড়েছে মাকড়সা অপরাধী যে দলের হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিয়া মাজারে হামলার পরিকল্পনা ব্যর্থ সাবেক এমপি নদভীকে গ্রেফতারের আদেশ রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ আমিরাতের রুপির দাম হুড়মুড়িয়ে কমলেও নিশ্চুপ কেন মোদি, প্রশ্ন প্রিয়াঙ্কার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় নিহত আহত ১ বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ

সকল