০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাঁপছে দেশ

- ছবি : সংগৃহীত

বুধবার সকাল থেকেই ঢাকাসহ বাংলাদেশের প্রায় সকল স্থানে ঘন কুয়াশার খবর পাওয়া যাচ্ছে এবং গত দু’দিনের তুলনায় শীতের তীব্রতাও বেশি অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কোথায় শৈত্যপ্রবাহ বইছে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমে যাওয়ায় শীত বেশি লাগছে। আগামীকাল তাপমাত্রা আরো কিছুটা কমবে। এখন শৈত্যপ্রবাহ নেই। তবে দুই থেকে তিন দিনের মাঝে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইতে পারে দেশজুড়ে। কিন্তু সেটা খুব স্বল্প সময়ের জন্য।’

আজ সকাল ৯টায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া, এই সময়ে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রার বেলায় কমতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বাড়তে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনার যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এর চেয়ে সামান্য বেশি ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আর, এই সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা যখন ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তা নেমে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, তখন তাকে বলে মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রির মাঝে থাকলে তখন তা তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তখন তাকে বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement